Kerala: NEET মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় নিরাপত্তার দোহাই, অন্তর্বাস খুলতে বাধ্য করা হল ছাত্রীকে
কেরালার (Kerala) কোল্লামে NEET মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা দিতে গিয়ে এক তরুণীকে অন্তর্বাস খুলতে বাধ্য করা হল। ওই তরুণীর ব্রায়ের ধাতব হুক সিকিওরিটি চেকিংয়ে বাধা হয়ে দাঁড়াতে এই সিদ্ধান্ত নেয় পরীক্ষাকেন্দ্রের কর্তৃপক্ষ।
কোল্লাম, ১৮ জুলাই: কেরালার (Kerala) কোল্লামে NEET মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা দিতে গিয়ে এক তরুণীকে অন্তর্বাস খুলতে বাধ্য করা হল। ওই তরুণীর ব্রায়ের ধাতব হুক সিকিওরিটি চেকিংয়ে বাধা হয়ে দাঁড়াতে এই সিদ্ধান্ত নেয় পরীক্ষাকেন্দ্রের কর্তৃপক্ষ। ওই তরুণীর বাবা এনিয়ে পুলিশে অভিযোগ জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। আরও পড়ুন-Kathmandu: শ্রাবণ মাসের প্রথম সোমবারে নেপালের পশুপতিনাথ মন্দিরে ভক্তের ঢল (দেখুন ছবি)
কোল্লামের ওই পরীক্ষাকেন্দ্রের এক মহিলা নিরাপত্তাকর্মী ছাত্রীটিকে ব্রা খোলার নির্দেশ দেন। মেটালিক হুকের কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই দাবিও করেন। ছাত্রী তাতে সম্মত না হলে, স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে তাহলে তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। ভবিষ্যতের থেকে অন্তর্বাস তোমার কাছে বেশি জরুরি? আমাদের সময় নষ্ট না করে ব্রা খুলে ফেলো। পুলিশের কাছে অভিযোগ জানানোর সময় ছাত্রী একথাই বলেন। এই ঘটনায় বহু ছাত্রী অপমানিত হয়ে কেঁদে ফেলেন। এই মানসিক পরিস্থিতিতে অনেকেই পরীক্ষা ঠিকমতো দিয়ে উঠতে পারেনি।
মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় বিধিনিষেধের শেষ নেই। তাই বলে কোল্লামের পরীক্ষাকেন্দ্র সব নিয়মকেই ছাড়িয়ে গিয়েছে।