Kerala: ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে কেরল, তিন জেলায় কমলা সতর্কতা জারি
রবিবার আবহাওয়া দফতর তরফে আগামী কয়েক দিনের জন্য কেরলে বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি বিচার করে সে রাজ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা
তিরুবনন্তপুরম, ৫ নভেম্বরঃ ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে কেরল (Kerala)। বিক্ষিপ্ত বৃষ্টির জেরে হতে পারে বন্যা পরিস্থিতি। প্রবল বর্ষণের কারণে জলমগ্ন হয়ে পড়তে পারে কেরলের একাধিক এলাকা। রবিবার আবহাওয়া দফতর তরফে আগামী কয়েক দিনের জন্য কেরলে বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি বিচার করে সে রাজ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। দেশের দক্ষিণাঞ্চলে বিরাজমান আবহাওয়ার কারণেই অকাল বৃষ্টিতে ভিজতে চলেছে কেরল।
রবিবার হাওয়া অফিসের তরফে কেরলের তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাঠানমথিট্টা, ইদুক্কি এবং মালাপ্পুরমে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আইএমডি (India Meteorological Department) পূর্বাভাসে বলা হয়েছ, একটি ঘূর্ণিঝড় দক্ষিণ তামিলনাড়ু এবং প্রতিবেশী অঞ্চলে অবস্থান করেছে। যা আগামী তিন দিনের মধ্যে পশ্চিম-উত্তর দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে এবং সংলগ্ন পূর্ব-মধ্য আরব সাগরের দিকে অগ্রসর হতে পারে। সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রবল ঠাণ্ডা বাতাস বইবে। এবং আগামী সাত দিন ভারতের দক্ষিণ উপদ্বীপ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পড়বে কেরলেও। ৫-৮ নভেম্বর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেরলে।