Kerala Accident: বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ি উলটে মৃত পরিবারের ৩

Representational Image (Photo Credit: File Photo)

কোচি, ১৯ ডিসেম্বরঃ কেরলের (kerala) ত্রিশূরে (Thrissur) এক মর্মান্তিক দুর্ঘটনা। আত্মীয়ের বিয়ের নিমন্ত্রণে যাচ্ছিলেন গোটা পরিবার। মাঝ রাস্তায় নদীতে উলটে পড়ে গাড়ি। ৩ সদস্যের মৃত্যু হয়। বাকি ৩ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। পাটনায় বিষাক্ত মদের ঠেকে হানা দিয়ে চোলাই উদ্ধার পুলিশের, দেখুন ভিডিয়ো

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, উলটো দিক থেকে আসা এক গাড়িকে পাশ কাটাতে গিয়েই নদীতে গড়িয়ে পড়ে গাড়িটি। নদীতে গাড়ি  গড়িয়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে গাড়ি এবং পরিবারের সদস্যদের উদ্ধার করেছে। ৬৬ বছরের রাজেন্দ্র বাবু, তাঁর স্ত্রী এবং তাঁদের নাতি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পরিবারের বাকি ৩ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



@endif