Karnataka Road Accident: কর্ণাটকের চিত্রদুর্গায় বাস উলটে দুর্ঘটনা, নিহত ৪, আহত বহু

রবিবার সাত সকালে বেসরকারি বাসটি বেঙ্গালুরু থেকে গোকর্ণ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। হোলালকেরে শহরের উপকণ্ঠে অঞ্জনেয়া মন্দিরের কাছে বাসটি উলটে যায় বলে খবর।

Karnataka Road Accident (Photo Credits: X)

বেঙ্গালুরু, ৭ এপ্রিলঃ যাত্রী বোঝাই বাস উলটে ভয়াবহ দুর্ঘটনা কর্ণাটকের চিত্রদুর্গায় (Chitradurga)। রবিবার সাত সকালে বেসরকারি বাসটি বেঙ্গালুরু থেকে গোকর্ণ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। হোলালকেরে শহরের উপকণ্ঠে অঞ্জনেয়া মন্দিরের কাছে বাসটি উলটে যায় বলে খবর। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।

জানা যাচ্ছে, অন্ততপক্ষে ৫০ জন যাত্রী ছিল ওই বাসে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই আহতদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। আহতদের উদ্ধার করে হোলালকেরে তালুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্যে। দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি যাত্রীর আহত হওয়ার খবর এসেছ। তাঁদের মধ্যে দুজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ওই দুই যাত্রীর। এখনও অবধি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনার একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানাচ্ছে, ওই রাস্তায় প্রায় দুর্ঘটনার কবলে পড়ে বড় বড় গাড়ি। যার জেরে প্রাণ হারান কতশত মানুষ। রাস্তাটি দুর্ঘটনা প্রবণ হওয়ার পিছনে বিক্ষুব্ধ বাসিন্দারা অবৈজ্ঞানিক ভাবে নির্মাণকে দায়ী করছেন।