Karnataka: পুলিশ সেজে কম টাকায় বাজেয়াপ্ত স্কুটার বিক্রির প্রতিশ্রুতি, শ্রীঘরে প্রতারক
কর্ণাটকে (Karnataka) এবার পুলিশের জালে ভুয়ো পুলিশ। সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ কনস্টেবল হিসেবে নিজের পরিচয় দিয়ে এক ব্য়ক্তিকে বাজেয়াপ্ত স্কুটার ১৭ হাজার টাকায় বিক্রির চেষ্টা করছিল ওই প্রতারক।
কর্ণাটক, ৩ ফেব্রুয়ারি: কর্ণাটকে (Karnataka) এবার পুলিশের জালে ভুয়ো পুলিশ। সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ কনস্টেবল হিসেবে নিজের পরিচয় দিয়ে এক ব্য়ক্তিকে বাজেয়াপ্ত স্কুটার ১৭ হাজার টাকায় বিক্রির চেষ্টা করছিল ওই প্রতারক। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে অভিযুক্তকে চিহ্নিত করা গেছে, তার নাম লর্ড নাথান (৪৪)। সে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তা রক্ষীর কাজ করে থাকে। আরও পড়ুন-Apple AirPods Pro 2 Built-In Fitness Tracking Sensor: বাজারে আসছে ফিটনেস ট্র্যাকার সম্বলিত Apple-এর AirPods Pro 2 , কবে জানেন?
জানা গেছে, অভিযুক্ত প্রতারিত ব্যক্তিকে বলে সে পুলিশ কনস্টেবল। থানায় প্রচুর বাজেয়াপ্ত হওয়া স্কুটার পড়ে আছে। এবার সেগুলি বিক্রি করা হবে। ১৭ হাজার টাকা দিলে তিনিও এমন একটি স্কুটার পেতে পারেন। ভুয়ো পুলিশ কনস্টেবলের কথায় ভরসা করে তাকে ১৭ হাজার টাকা দেন ওই ব্যক্তি। কিন্তু স্কুটার তিনি পাননি।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে থানায় গিয়ে এফআইআর দায়ের করেন ওই ব্যক্তি। সেই অভিয়োগের ভিত্তিতে দোষীকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।