Calcutta High Court: ভরা এজলাসে আইনজীবীকে গ্রেফতার করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, এজলাস বয়কটের ডাক দিলেন আইনজীবীরা
ভরা এজলাসে এক আইনজীবীকে হেনস্থা এবং অপমান করার অভিযোগ উঠেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে।
কলকাতা: ভরা এজলাসে এক আইনজীবীকে হেনস্থা এবং অপমান করার অভিযোগ উঠেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)-এর বিরুদ্ধে। সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন (West Bengal Madrasah Service Commission) সংক্রান্ত একটি মামলার শুনানি করছিলেন। আদালতে ছিলেন অ্যাডভোকেট প্রসেনজিৎ মুখোপাধ্যায় (Advocate Prosenjit Mukherjee)। বিচারপতি গঙ্গোপাধ্যায় আদালতের কক্ষে আইনজীবীর আচরণ পছন্দ করেননি। প্রচণ্ড ক্ষুব্ধ হন তাঁর আচরণে।
আইনজীবী তাঁর আচরণের জন্য ক্ষমা চাইলেও বিচারক দমে যাননি। আইনজীবীকে নিজের গাউন, বো খুলে ফেলতে নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি তাঁকে গ্রেফতার করে ‘সিভিল প্রিজনে’ রাখার নির্দেশ দেন বিচারপতি। আর তার জেরে তুমুল আলোড়ন শুরু হয় কলকাতা হাইকোর্টে। আরও পড়ুন: Cong Attack PM : লোকসভায় নিরাপত্তা ইস্যুতে বিবৃতি নিয়ে অমিত শাহকে আক্রমন কংগ্রেসের
এরপর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দ্রুত সাধারণ সভা ডাকা হয়। আইনজীবীরা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন । আইনজীবীদের সংগঠন থেকে জানানো হয়েছে যে, অ্যাসোসিয়েশনের কোনও সদস্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আদালতে যাবেন না, যতক্ষণ না তিনি অ্যাডভোকেট মুখোপাধ্যায় এবং বারের কাছে ক্ষমা চাইছেন।
দেখুন