Water Metro: জলের উপর ছুটবে মেট্রো, দেশের প্রথম ওয়াটার মেট্রো চালু হবে ২৫ এপ্রিল

নূন্যতম ভাড়ায় উচ্চমানের যাত্রার পরিষেবা দেবে কোচির ওয়াটার মেট্রো। যেখানে যাত্রীরা এক ট্রিপের টিকিট ভাড়া ছাড়াও সাপ্তাহিক, মাসিক এবং ত্রৈমাসিক পাস কিনতে পারবেন।

India's First Water Metro (Photo Credits: ANI)

জলের উপর এবার ছুটবে মেট্রো (Water Metro)। দেশের প্রথম ওয়াটার মেট্রো চালু করতে চলেছে কেরল সরকার (India's First Water Metro)। দৈনন্দিন জীবনকে আরও আরামদায়ক এবং সহজ করে তুলতেই কেরল সরকারের এই অভিনব উদ্যোগ। ২৫ এপ্রিল মঙ্গলবার দেশের প্রথম ওয়াটার মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

২৪ এপ্রিল ৩৬ ঘণ্টার সফরে বেরবেন প্রধানমন্ত্রী। এই ৩৬ ঘণ্টার সফরে ৫ হাজার মাইল ভ্রমণ করবেন তিনি। দেশের মোট সাতটি শহরে থামবেন এবং আটটি অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। তাঁর মধ্যেই রয়েছে কেরলের ওয়াটার মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠান।

ভারতের প্রথম ওয়াটার মেট্রোর বিষয়ে কিছু তথ্য... 

কেরলের বন্দর শহর হল কোচি (Kochi)। সেখানেই চালু হতে চলেছে দেশের প্রথম ওয়াটার মেট্রো (Kochi Water Metro)। কোচি বন্দরকে ঘিরে থাকা মোট ১০টি দ্বীপকে একত্রিত করা গিয়েছে ওয়াটার মেট্রো মারফত। বিদ্যুৎচালিত মোট ৭৮ বোট অর্থাৎ ওয়াটার মেট্রো নামানো হচ্ছে। যার জন্যে গড়ে উঠেছে ৩৮টি টার্মিনাল। প্রাথমিক ভাবে প্রতি ১৫ মিনিট অন্তর একটি করে বোট পরিষেবা চালু হবে।

কেরলের (Kerala) এই জল মেট্রো প্রকল্ক এক অভিনব জল পরিবহন ব্যবস্থার নজির। কোচির ওয়াটার মেট্রো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। দেখতে অনেকটা বোট বা লঞ্চের মত। ভিতরে বসে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এক আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবেন যে কেউ। জলপথে যানজট না থাকায় যাত্রা হবে অনেক বেশি দ্রুত এবং সহজে।

নূন্যতম ভাড়ায় উচ্চমানের যাত্রার পরিষেবা দেবে কোচির ওয়াটার মেট্রো। যেখানে যাত্রীরা এক ট্রিপের টিকিট ভাড়া ছাড়াও সাপ্তাহিক, মাসিক এবং ত্রৈমাসিক পাস কিনতে পারবেন।

কোচির ওয়াটার মেট্রো প্রকল্পে কেরল সরকার ব্যয় করেছে ১ হাজার ১৩৭ কোটি টাকা। জার্মানির একটি সংস্থাও নাকি যুক্ত রয়েছে কোচি ওয়াটার মেট্রো প্রকল্পে।