Covid 19: দেশে নতুন করে করোনা আক্রান্ত ১৫৭, বাড়ছে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। এই মুহূর্তে ভারতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১,৮৬২ তে দাঁড়িয়ে।
নয়া দিল্লি, ১৭ ফেব্রুয়ারিঃ করোনা কাঁটা পুরোপুরি উগরে ফেলতে না পারলেও পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কোভিড আতঙ্ক কাটিয়ে স্বাভাবিকভাবেই চলাফেরা করছে সাধারণ মানুষ। সামাজিক দূরত্ব হোক কিংবা মুখে মাস্ক কোন কিছুরই বালাই নেই বললেই চলে। তবে বৃহস্পতিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে নতুন কোভিড আক্রান্তদের সেই সংখ্যা প্রকাশ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। এই মুহূর্তে ভারতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১,৮৬২ তে দাঁড়িয়ে। দেশের মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ। কোভিডে ভারতে মৃত্যু হয়েছে ৫,৩০,৭৫৭ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে দৈনিক করোনা সংক্রমণের হার ০.১২ শতাংশ। সাপ্তাহিক করোনা সংক্রমিতের হার ০.১০ শতাংশ।