Team India: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে উইকেটের পিছনে নয় রাহুল, জানালেন কোচ রাহুল
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে স্পেশালিস্ট উইকেটকিপার হিসেবে খেলানো হবে না কেএল রাহুলকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে স্পেশালিস্ট উইকেটকিপার হিসেবে খেলানো হবে না কেএল রাহুলকে। বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে এমন কথাই সাফ জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। ক মাস আগে ওয়ানডে বিশ্বকাপ ও দক্ষিণ আফ্রিকার স্পেশালিস্ট উইকেটকিপার হিসেবে খেলেছিলেন কেএল রাহুল। ফলে একজন অতিরিক্ত ব্যাটার খেলাতে পেরেছিলেন রোহিত শর্মা। জল্পনা ছিল, বেন স্টোকসদের বিরুদ্ধে উইকেটের পিছনে রাহুলকে রেখে একজন অতিরিক্ত ব্যাটার বা স্পিনারকে খেলাতে পারে ভারত।
কিন্তু পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজে পুরোপুরি স্পেশালিস্ট উইকেটকিপারকেই প্রথম একাদশের পক্ষে সওয়াল করেছেন কোচ দ্রাবিড়। কারণ টেস্টের উইকেটের পিছনে একটা কঠিন ক্য়াচ ধরা, বা সহজ করা ম্যাচ করাটা অনেক বড় হয়ে দেখা দিতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেদুইজন স্পেশালিস্ট উইকেটকিপারকে দলে রেখেছে ভারত। শ্রীকর ভরতের পাশাপাশি দলে রাখা হয়েছে উত্তরপ্রদেশের প্রতিশ্রুতিমান কিপার-ব্যাটার ধ্রুব জুরেলকেও। দ্রাবিড় সাফ জানালেন, লোকেশ রাহুল নন, স্পেশালিস্ট দুই উইকেটকিপারের মধ্যেই একজনকে খেলানো হবে।
হায়দরাবাদে স্পেশালিস্ট উইকেটকিপার হিসেবে অন্ধ্রপ্রদেশের ৩০ বছরের শ্রীকর ভরত-কেই দেখা যাবে। ধ্রুব জুয়েলকে অভিষেকের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ক দিন আগে মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে দুরন্ত সেঞ্চুরি করেন ভরত। তবে জাতীয় দলে বারবার সুযোগ পেলেও এখনও ব্যাট হাতে নিজেকে প্রাণ করতে পারেননি শ্রীকর ভরত।
প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল, যশস্বী জয়সওয়াল,কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরা (সহ অধিনায়ক)।
রিজার্ভ বেঞ্চে- কুলদীপ যাদব, মুকেশ কুমার, ধ্রুব জুরেল।
প্রথম দুটি টেস্টে খেলছেন না বিরাট কোহলি