Vladimir Putin: ভারতের প্রশংসায় পঞ্চমুখ পুতিন, ভিডিয়োতে শুনুন কী বললেন তিনি
ভারতের মানুষ মেধাবী ও খুব দক্ষ হন। জাতীয় ঐক্য দিবস বা ইউনিটি দিবসে বক্তব্য রাখতে গিয়ে ভারত ও ভারতীয়দের প্রশংসায় মুখর হয়ে উঠলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কো: ভারতের মানুষ (Indian) মেধাবী (talented) ও খুব দক্ষ (driven) হন। জাতীয় ঐক্য দিবস (Unity Day) বা ইউনিটি দিবসে বক্তব্য রাখতে গিয়ে ভারত (India) ও ভারতীয়দের (Indian) প্রশংসায় (praises) মুখর হয়ে উঠলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) ।
শুক্রবার রাশিয়ার ইউনিটি ডে উপলক্ষে দেশের জনগণের উদ্দেশ্য ভাষণ দিতে ভারতের উদাহরণ টানেন তিনি। দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা মনে করিয়ে পুতিন বলেন, ভারতের মানুষ মেধাবী ও খুব দক্ষ হন। যেভাবে তাঁরা নিজেদের দেশের উন্নয়নের প্রতি নিবেদিত আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। নিজেদের মানসিকতার উন্নয়নের ক্ষেত্রেও ভারতীয়রা যে অসাধারণ সাফল্য পেয়েছে তাতে কোনও সন্দেহ নেই। কমপক্ষে দেড় বিলিয়ন মানুষ যাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে।
এরপরই তিনি ভারত ও আফ্রিকায় কিছু দেশের উপনিবেশ স্থাপনের বিষয়টিকে স্মরণ করে রাশিয়ার বিরোধীদের কটাক্ষ করেন। কথা বলেন ভারত ও আফ্রিকার সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্কের বিষয়ে। একসময়ে পশ্চিম দুনিয়ার কয়েকটি দেশ আফ্রিকাতে লুঠতরাজ চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তারাই আজ রাশিয়ার বিরুদ্ধে বড় বড় কথা বলছে বলেও কটাক্ষ করেন।