Tata-Airbus Plant: প্রধানমন্ত্রীর সঙ্গে টাটার বিমান তৈরির প্ল্যান্ট উদ্বোধন করবেন স্পেনের রাষ্ট্রপতি

১৬টি বিমান সরাসরি স্পেন থেকে এয়ারবাস সরবরাহ করছে এবং বাকি ৪০টি বিমান ভারতে তৈরি করা হবে।

Spanish President Sanchez &  PM Narendra Modi (Photo Credit: X)

নয়াদিল্লি: স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজ (Spanish President Sanchez) সোমবার ভোরে গুজরাটের ভাদোদরা (Vadodara) পৌঁছেছেন। আজ ভাদোদরায় স্প্যানিশ প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের সঙ্গে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) ক্যাম্পাসে টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এটি হবে ভারতে সামরিক বিমানের প্রথম বেসরকারি খাতের চূড়ান্ত সমাবেশ লাইন। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী আমরেলিতে ৪৯০০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আমরেলির দুধলায় ভারত মাতা সরোবর উদ্বোধন করবেন।

ভাদোদরায় স্প্যানিশ রাষ্ট্রপতি পেদ্রো সানচেজের সাথে প্রধানমন্ত্রী মোদী টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) ক্যাম্পাসে C-295 বিমান তৈরির জন্য টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করবেন। C-295 প্রোগ্রামের অধীনে মোট ৫৬টি বিমান রয়েছে। এর মধ্যে ১৬টি বিমান সরাসরি স্পেন থেকে এয়ারবাস সরবরাহ করছে এবং বাকি ৪০টি বিমান ভারতে তৈরি করা হবে। ভারতে এই ৪০টি বিমান তৈরির দায়িত্ব টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের। এই কেন্দ্রটি ভারতে সামরিক বিমানের প্রথম বেসরকারি খাতের ফাইনাল অ্যাসেম্বলি লাইন (FAL) হবে। স্পেনে ফেরার আগে মঙ্গলবার স্প্যানিশ প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের মুম্বই যাওয়ার কথা রয়েছে।