Air Fest 2022: আকাশের বুকে অদ্ভুত কেরামতি ভারতীয় বায়ুসেনার পাইলটের, দেখুন ভিডিয়ো
শনিবার নাগপুরে অবস্থিত মেনটেন্যান্স কমান্ড হেডকোয়ার্টারে আয়োজন করা হয়েছিল এয়ার ফেস্ট ২০২২ ইভেন্টের। সেখানে তাঁদের দক্ষতার কিছু নমুনা প্রদর্শন করেন ভারতীয় বায়ুসেনার পাইলটরা।
নাগপুর: শনিবার নাগপুরে (Nagpur) অবস্থিত মেনটেন্যান্স কমান্ড হেডকোয়ার্টারে (Maintenance Command headquarters) আয়োজন করা হয়েছিল এয়ার ফেস্ট ২০২২ (Air Fest 2022) ইভেন্টের। সেখানে তাঁদের দক্ষতার কিছু নমুনা প্রদর্শন করেন ভারতীয় বায়ুসেনার পাইলটরা (IAF's pilots)।
যেখানে প্রশিক্ষণের সময় ভারতীয় বায়ুসেনার (IAF) আকাশগঙ্গা (Akashganga) দলের সদস্যরা ডরনিয়ার (Dornier) এয়ারক্রাফট (aircraft) ও সারাং (Sarang) হেলিকপ্টার (helicopter) ডিসপ্লে দল (display) চারটি অত্যাধুনিক অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারস (modified Advance Light Helicopters) (ALHs) ধ্রুব (Dhruv) নিয়ে তাঁদের দক্ষতার প্রমাণ দেখান। অন্যদিকে সূর্য কিরণ এরোব্রাটিক টিম (Surya Kiran Aerobatic Team) নটি হক (Hawk) এমকে.১৩২ এয়ারক্রাফট (aircraft) নিয়ে বিভিন্ন ভাবে আকাশে উড়ে নিজেদের দক্ষতার প্রমাণ দেয়।
ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণের এই ভিডিয়ো দেখে হতবাক হয়ে পড়েন ওই উৎসবে হাজির থাকা অতিথিরা। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর পাইলটদের দক্ষতা দেখে স্তম্ভিত হয়ে পড়েছেন নেটিজেনরাও।