Rahul Gandhi: আদানির বন্দরে যখন কয়েক কিলো মাদক পাওয়া গিয়েছিল, তখন কী পদক্ষেপ নিয়েছিল মোদী সরকার? প্রশ্ন রাহুলের

সামনেই হরিযানায় নির্বাচন। আর এই নির্বাচনে আদানিকে হাতিয়ার করে বিজেপি প্রতিনিয়ত বিদ্ধ করোে যাচ্ছে কংগ্রেস।

সামনেই হরিযানায় নির্বাচন (Haryana Assembly Election 2024)। আর এই নির্বাচনে আদানিকে হাতিয়ার করে বিজেপি প্রতিনিয়ত বিদ্ধ করোে যাচ্ছে কংগ্রেস। মঙ্গলবার হরিয়ানার বাহাদুরগড়ের নির্বাচনী প্রচারে মাদক ইস্যু নিয়ে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, হরিয়ানার যুবসমাজকে নষ্ট করার প্রক্রিয়া চলছে। রাজ্যের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবহার বেড়েছে। চলতি বছরেই আদানি মুদ্রা বন্দরে কয়েক কিলো হেরোইন উদ্ধার হয়েছে। মোদীজির বন্ধু আদানির পোর্টে বেআইনি কাজকর্ম চলে। কিন্তু মোদী সরকার এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ কি আজ পর্যন্ত নিয়েছে। ওই হেরোইন বাজেয়াপ্ত হওয়ার পর সেটা কী হল? কেউ কি গ্রেফতার হয়েছে। হরিয়ানায় এসে প্রধানমন্ত্রী বলুক এই ঘটনার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। গুজরাট সরকার বা কেন্দ্র সরকার কোনও আইনি ব্যবস্থা নিয়েছে কিনা, সেটা জনতাকে জানাক।

প্রসঙ্গত, বছর তিনেক আগে গুজরাটের মুদ্রা বন্দর থেকে প্রায় ২, ৯৮৮ কিলোগ্রাম মাদক উদ্ধার হয়েছিল মুদ্রা বন্দর থেকে। যার বাজারমূল্য ছিল ২১ হাজার কোটি টাকা। হেরোইন ছাড়াও উদ্ধার হয়েছিল চড়স, গাঁজার মতো নিষিদ্ধ মাদক। সেই ঘটনার তদন্ত চললেও এখনও পর্যন্ত সেভাবে কেউ গ্রেফতার হয়নি। ঘটনাটি নিয়ে সেই সময় থেকেই চলছে রাজনৈতিক তরজা।



@endif