Himachal Pradesh Rains: হিমাচল প্রদেশে একদিনে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে, আজ রাজ্যে পালন হবে না স্বাধীনতা দিবস, জানালেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু

হিমাচলে একদিনে মৃতের সংখ্যা ৫০

Himachal Pradesh Rains

সিমলা: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Singh Sukhu) সোমবার জানিয়েছেন যে এলাকায় ভূমিধস এবং অবিরাম বৃষ্টিপাতের কারণে গত ২৪ ঘন্টার মধ্যে ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ধ্বংসাবশেষের নিচে ২০ জনেরও বেশি লোক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সিএম সুখু আরও জানিয়েছেন যে, তাঁদের উদ্ধার প্রচেষ্টা চলছে। তাই দুর্ভাগ্যজনক এই পরিস্থিতির মধ্যে, রাজ্য (Himachal Pradesh)  স্বাধীনতা দিবস (Independence Day) পালনে কোনো সাংস্কৃতিক উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছে। আরও পড়ুন : Himachal Pradesh: ভয়াবহ বৃষ্টিতে হঠাৎ বন্যা, হিমাচলের মান্ডিতে ভেসে গেলেন ৭ জন

দেখুন টুইট