Heatwave In India: তীব্র দাবদাহ, গরমে পুড়ছে পশ্চিবঙ্গ-সহ একাধিক রাজ্যে
গরমে পুড়ছে গোটা দেশের বিভিন্ন অংশ। পশ্চিমবঙ্গ থেকে বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, দেশের একাধিক রাজ্য তীব্র দাবদাহে পুড়তে শুরু করেছে। দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা-সহ দেশের বিভিন্ন রাজ্য এবং শহরে গরম আরও প্রকট হবে বলে আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে মার্চ মাসে বৃষ্টি হলেও, এপ্রিল থেকে শুরু হয় তীব্র গরমের দাপট। তারপর থেকে মে মাস পর্যন্ত এই তীব্র দাবদাহ অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয় আবহাওয়া দফতরের তরফে।