Heart Attack on Train: চলন্ত ট্রেনে হৃদরোগে আক্রান্ত তরুণী, প্রাণ বাঁচালেন টিটি
ট্রেন থানে স্টেশন পৌঁছাতেই তড়িঘড়ি ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আইসিইউ-তে চিকিৎসা শুরু হয় তাঁর। পরে জানা যায়, মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন ওই ১৯ বছরের তরুণী
মুম্বই, ৯ ডিসেম্বরঃ মুম্বইয়ে (Mumbai) চলন্ত ট্রেনের মধ্যে আচমকা হৃদরোগে আক্রান্ত হন ১৯ বছরের এক তরুণী (Heart Attack on Train)। নভি মুম্বইয়ের (Navi Mumbai) আরোলি স্টেশন থেকে সবে মাত্রই ট্রেন ছেড়েছে। হঠাৎই ওই তরুণী ট্রেনের মধ্যে বুকে ব্যথা অনুভব করেন। যা চোখে পড়ে ট্রেনের মধ্যে থাকা দুই মহিলা টিকিট চেকারের। এরপরেই মুম্বই থানে পুলিশকে মেডিক্যাল সাহায্যের খবর দেয় তাঁরা। কুয়াশায় ঢাকা আগ্রা-লখনউ হাইওয়েতে বাস দুর্ঘটনা, মৃত ৩, আহত ১৮
ট্রেন থানে স্টেশন পৌঁছাতেই তড়িঘড়ি ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আইসিইউ-তে চিকিৎসা শুরু হয় তাঁর। পরে জানা যায়, মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন ওই ১৯ বছরের তরুণী (Heart Attack on Train)। চিকিৎসকরা জানিয়েছেন, পূর্বে ওই তরুণীর কিছু মেডিক্যাল ইতিহাসও রয়েছে। বিয়ের প্রতিশ্রুতিতে সম্মতিক্রমে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়, রায়দান ওড়িশা হাইকোর্টের
পিঙ্কি রায় নামে ওই তরুণী একটি বেসরকারি সংস্থায় কর্মরত। রবিবার দুপুরে কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। মাঝ পথে ট্রেনের মধ্যে হঠাৎই বুকে ব্যথা ওঠে তাঁর (Heart Attack on Train)। দুপুর দেড়টা নাগাদ আরোলি স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরেই বুকে ব্যথা অনুভব করে সে। দুই মহিলা টিকিট সংগ্রাহকের সহায়তায় প্রাণে বাঁচেন ওই তরুণী। তাঁর পরিবারের লোকজনকে খবর দিতেই তাঁরা পৌঁছান হাসপাতালে। টিকিট সংগ্রাহকের সাহায্যের জন্যে তাঁদের ধন্যবাদ জানিয়েছে তরুণীর পরিবার।