Govinda: শাহরুখ, সলমনের বিরুদ্ধে প্রাননাশের হুমকিকে বেশি গুরুত্ব না দেওয়ার পরামর্শ গোবিন্দার

অভিনয় কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে সেভাবে সফল না হওয়ায় কয়েকমাস হল রাজনীতিতে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন গোবিন্দা।

Govinda (Photo Credit: Instagram)

(Govinda)। সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে টিকিট না পেলেও প্রার্থীদের হয়ে গলা ফাটাতে শুরু করেছেন বলিউডের একদা সুপারস্টার। তবে সাম্প্রতিককালে মহারাষ্ট্রে যে গ্যাংস্টাররাজ চলছে, সেখানে ইতিমধ্যেই বাবা সিদ্দিকির (Baba Siddique) মতো নেতাকে প্রকাশ্য রাস্তায় খুন হওয়ার পর একাধিক রাজনৈতিক নেতা, বলিউড তারকার এখন রাস্তায় বেরোতেও ভয় পাচ্ছেন। এমনকী সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan), সলমানের (Salman Khan) মতো অভিনেতারাও হুমকি ফোন পাচ্ছেন। অবশ্য এইসব নিয়ে বিশেষভাবে চিন্তিত নন গোবিন্দা।

এদিন শিবসেনা নেতাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের ইস্যুতে বিশেষভাবে গুরুত্ব না দেওয়াই ভালো। তিনি আপাতত দলকে জেতানোর জন্য মাঠে নেমে প্রচার করতে প্রস্তুত বলে জানিয়ে দেন। এছাড়া তিনি বলেন, মহারাষ্ট্র এমন একটি ভূমি যেখান থেকে দেশের তাবড় তাবড় তারকা যেমন বেরিয়েছেন, তেমন রাজনৈতিক নেতারাও উঠে এসেছেন। আমি ভাগ্যবান যে শিবসেনার মতো দলের সঙ্গে যুক্ত হতে পেরেছি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আমায় সেই সুযোগ দিয়েছে।

প্রসঙ্গত, পায়ে গুলি লেগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও বেশ কয়েকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন গোবিন্দা। এমনকী অসুস্থতার কারণে দিওয়ালি সেলিব্রেশনও সেভাবে করেননি। তবে সামনেই মহারাষ্ট্রে নির্বাচন। সেই কারণে ঘর থেকে বেরিয়ে রাজনৈতিক প্রচারে এদিন প্রথম দেখা গেল তাঁকে।