Gold Price Today: হু হু করে কমল সোনার দাম, এক নজরে দেখে নিন আপনার শহরে কতটা সস্তা সোনালী ধাতু

শুক্রবার, ১৫ নভেম্বর সোনার দামে বড়সড় স্বতি। বিক্রেতা এবং গ্রাহক উভয়ের মুখে হাসি ফুটিয়ে বেশ অনেকটাই কমেছে সোনার দাম। তাই সোনালী ধাতুর উপর বিনিয়োগ করার ক্ষেত্রে এই সময়টা একেবারেই যোগ্য।

Gold Price Today (Photo Credit: Pixabay)

Gold Price Today: হু হু করে কমল সোনার দাম। দীর্ঘ সময় ধরে সোনালী ধাতুর (Gold) দাম যে হারে চড়ে ছিল মধ্যবিত্তের তাতে হাত দেওয়া মুশকিল ছিল। তবে দীপাবলির পর থেকে একটু একটু করে সোনার দাম কমছে। মাঝে বেড়েছেও। তবে শুক্রবার, ১৫ নভেম্বর সোনার দামে বড়সড় স্বতি মিলতে চলেছে। বিক্রেতা এবং গ্রাহক উভয়ের মুখে হাসি ফুটিয়ে বেশ অনেকটাই কমেছে সোনার দাম। তাই সোনালী ধাতুর উপর বিনিয়োগ করার ক্ষেত্রে এই সময়টা একেবারেই যোগ্য। বিনিয়োগকারীদের জন্যে মোক্ষম সময় এটি।

সোনার দাম দিন দিন যে হারে বেড়ে চলেছে তাতে অনুষ্ঠান বাড়িতে সোনার গয়না উপহার (Gold Jewellery) দেওয়া মধ্যবিত্তের কাছে দুঃসাধ্য। শখের গয়না বানানোর ক্ষেত্রেও দাম কমার অপেক্ষা করতে হয়। তাই এটাই উপযুক্ত সময় সোনা কিনার কিংবা সোনায় বিনিয়োগ করার ক্ষেত্রে। কারণ ২২ ক্যারেট সোনার দাম নেমে গিয়েছে ৭০,০০০-এর নীচে। আজ শুক্রবার, ১৫ নভেম্বর বিভিন্ন রাজ্যে ১০ গ্রাম সোনার দামের তালিকা দেখে নিন।

১০ গ্রাম/২২ ক্যারেট                              ১০ গ্রাম/২৪ ক্যারেট

কলকাতাঃ                        ৬৯,৩৪০                                                    ৭৫,৬৪০

দিল্লিঃ                                ৬৯,৪৯০                                                      ৭৫,৭৯০

মুম্বইঃ                               ৬৯,৩৪০                                                      ৭৫,৬৪০

চেন্নাইঃ                              ৬৯,৩৬১                                                     ৭৫,৬৬১

বেঙ্গালুরুঃ                        ৬৯,৩৫৫                                                     ৭৫,৬৫৫

সোনার সঙ্গে পাল্লা দিয়ে কমছে রূপোলী ধাতুর (Silver) দামও। আজ ১৫ নভেম্বে, শুক্রবার কলকাতায় রূপোর দাম প্রায় দেড় হাজার টাকা কমে দাঁড়িয়েছে ৮৯,৪০০ টাকা কেজি প্রতি।



@endif