WB Assembly By-Election 2024: মানিকতলা, বাগদায় জোর লড়াই, পরীক্ষা দলবদলুদের! রাজ্যের বিধানসভা উপনির্বাচনের চার আসনের প্রার্থীরা

লোকসভা ভোট শেষের পরই এবার বাংলায় চারটি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ। আগামী ১০ জুলাই মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে বিধানসভা আসনে হবে উপনির্বাচনে।

Photo Credits: FB

কলকাতা, ১৭ জুন: লোকসভা ভোট শেষের পরই এবার বাংলায় চারটি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ। আগামী ১০ জুলাই মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে বিধানসভা আসনে হবে উপনির্বাচনে। এই চারটি আসনের জন্য প্রার্থীদের নাম ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে তৃণমূল, বামফ্রন্ট ও বিজেপি। কংগ্রেস রায়গঞ্জ ও বাগদায় তাদের প্রার্থীদের নাম শীঘ্রই ঘোষণা করবে।

যে চারটি আসনে উপনির্বাচন হচ্ছে গত বিধানসভা ভোটে সেই ৪টি-র মধ্যে ৩টি-তেই জিতেছিল বিজেপি, তৃণমূল পায় ১টি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলার অধিকাংশ জায়গায় বিজেপি-র ভরাডুবি হলেও এই ৪টি-র মধ্যে ৩টি-তে বিজেপি প্রার্থীর লিড ছিল। এই উপনির্বাচনে চারটি আসনের মধ্যে তৃণমূলে ২জন প্রার্থী গতবার বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিল। তৃণমূলের বাকি দুটি আসনে দুই প্রার্থীরা হলেন রাজ্যের প্রয়াত মন্ত্রী-র স্ত্রী, ও রাজ্যসভার সাংসদের মেয়ে। আরও পড়ুন-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রেলকেই দুষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সেখানে বিজেপি-র কোনও মহিলা প্রার্থী নেই। দলের সংগঠনের হয়ে পরিশ্রমকরাদেরই টিকিট দিয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া আর বনগাঁ ছাড়া পুরো দক্ষিণ বঙ্গে কার্যত মুছে যাওয়া গেরুয়া শিবিরের কাছে আসন্ন উপনির্বাচন বড় চ্যালেঞ্জের। পদ্ম শিবিরের কাছে স্বস্তির হল-যে সব আসনগুলিতে উপনির্বাচন হচ্ছে সেগুতে তাদের সংগঠন বেশ সক্রিয়। বামেদের কাছেও এই ভোট খুবই গুরত্বপূর্ণ। এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের ২টি আসন ছাড়া বাকি সব জায়গায় জামানত জব্দ হয়েছে লাল শিবিরের। এমন বিপর্যয়ের মাঝে রাজ্য বিধানসভায় খাতা খুলতে পারলে আচমকা জোয়ার আসবে লাল শিবিরে। কংগ্রেসের কাছে সুযোগ রায়গঞ্জে ভাল ফল করার।

চারটি আসনের মধ্যে বিশেষ আগ্রহ থাকবে মানিকতলায় সাধন জায়া সুপ্তি পাণ্ডে বনাম দেশের ফুটবল প্রশাসন প্রধান কল্য়াণ চৌবের লড়াই আর বাগদায় মতুয়া বাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর বনাম বিনয় বিশ্বাসের মধ্যে দ্বৈরথ। রায়গঞ্জে কংগ্রেস ঠিকমত প্রার্থী দিতে ত্রিমুখি লড়াই হতে পারে।

এক নজরে আসন্ন উপনির্বাচনে চার বিধানসভা আসনের প্রার্থীরা--

মানিকতলা (কলকাতা)

তৃণমূল: সুপ্তি পাণ্ডে

বিজেপি: কল্যাণ চৌবে

সিপিএম: রাজীব মজুমদার

২০২১ বিধানসভার ফল- সাধন পাণ্ডে (তৃণমূল) ২০ হাজার ২০০ ভোটের ব্যবধানে হারান বিজেপির কল্যাণ চৌবে-কে।

কেন হচ্ছে ভোট- ২০২২ সালের ফেব্রুয়ারিতে মন্ত্রী সাধন পাণ্ডে মারা যান। আইনি জটিলতার কারণে এতদিন ঝুলে ছিল উপনির্বাচন। জটিলতা কাটিয়ে হচ্ছে ভোট ।

------------------------

বাগদা (বনগাঁ)

বিজেপি: বিনয় কুমার বিশ্বাস

তৃণমূল: মধুপর্ণা ঠাকুর

ফরওয়ার্ড ব্লক: গৌরাদিত্য বিশ্বাস

কংগ্রেস: প্রার্থী দেবে

২০২১ বিধানসভার ফল- বিশ্বজিত দাস (বিজেপি) প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে হারান তৃণমূলের পরিতোষ সাহা-কে।

কেন হচ্ছে ভোট- বিজেপি-র হয়ে জেতা বিশ্বজিত দাস  বনগাঁ লোকসভায় তৃণমূল প্রার্থী হওয়ার সময় বিধায়ক হিসেবে পদত্যাগ করেন 

--------------------

রানাঘাট দক্ষিণ (নদিয়া)

বিজেপি: মনোজ বিশ্বাস

তৃণমূল: মুকুট মণি অধিকারী

সিপিএম: অরিন্দম বিশ্বাস

২০২১ বিধানসভার ফল-মুকুট মণি অধিকারী (বিজেপি) প্রায় ১৭ হাজার ভোটের ব্যবধানে হারান তৃণমূলের বর্ণালি রায়-কে

কেন হচ্ছে ভোট- বিজেপি-র হয়ে জেতা মুকুটমণি অধিকারী  রানাঘাট লোকসভায় তৃণমূল প্রার্থী হওয়ার সময় বিধায়ক হিসেবে পদত্যাগ করেন 

----------------------

রায়গঞ্জ (উত্তর দিনাজপুর)

বিজেপি: মানস ঘোষ

তৃণমূল: কৃষ্ণ কল্যাণী

কংগ্রেস: প্রার্থী দেবে

২০২১ বিধানসভার ফল-কৃষ্ণ কল্যাণী (বিজেপি) প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে হারান তৃণমূলের কানাইলাল আগরওয়ালকে।

কেন হচ্ছে ভোট- বিজেপি-র হয়ে জেতা কৃষ্ণ কল্যাণী  রায়গঞ্জ লোকসভায় তৃণমূল প্রার্থী হওয়ার সময় বিধায়ক হিসেবে পদত্যাগ করেন