Rajasthan: গরু পাচারকারী সন্দেহে আলওয়ারে ৪ জনকে মারধর করা হয়েছে

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতীকী ছবি (File Image)

হরিয়ানা: বুধবার ভোরে রাজস্থানের (Rajasthan) আলওয়ার জেলায় গরু পাচারকারী (Cow Smuggling) সন্দেহে হরিয়ানার চারজন ব্যক্তিকে স্থানীয়রা মারধর করেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে আলওয়ারের খুশখেরা থানা এলাকায়। খুশখেরা থানার এসএইচও বীরেন্দ্র যাদব জানিয়েছেন, টহল কর্মকর্তা খবর পেয়েছিলেন যে কিছু স্থানীয় লোক গরু পাচার করছে।

আরও পড়ুন: Goa Shocker: গোয়া থেকে নিখোঁজ নেপালের মেয়রের কন্যা, খোঁজ মিলল টানা ২ দিন পর

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে চার সন্দেহভাজন গরু পাচারকারীকে আহত অবস্থায় দেখতে পান। তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে সাতটি গরুকে উদ্ধার করে গোয়ালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, সন্দেহভাজন গরু পাচারকারীদের স্থানীয়রা মারধর করেছে বলে অভিযোগ রয়েছে। চার অভিযুক্তই হরিয়ানার নুহ জেলার বাসিন্দা।