Maharashtra: একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে পাঁচ ব্যক্তির মৃত্যু, শোকের ছায়া নেমেছে এলাকায়
একটি বিড়ালকে বাঁচাতে একে একে ছয়জন ব্যক্তি ঝাঁপিয়ে পড়েন...
নয়াদিল্লি: একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে মহারাষ্ট্রের আহমেদনগরের (Ahmednagar) পাঁচজন ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর গতকাল গভীর রাতে আহমেদনগরের ওয়াদকি গ্রামে একটি পরিত্যক্ত বায়োগ্যাস পিট কুয়োতে একটি বিড়াল পড়ে যায় তাকে বাঁচাতে একে একে ছয়জন ব্যক্তি ঝাঁপিয়ে পড়েন, তাঁদের মধ্যে পাঁচ জন ব্যক্তি মারা গিয়েছেন।
আহমেদনগরের নেভাসা থানার পুলিশ অফিসার ধনঞ্জয় যাদব জানিয়েছেন, ‘উদ্ধারকারী দল পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে যারা একটি বিড়ালকে বাঁচানোর জন্য পরিত্যক্ত কূপে নেমে পড়েছিল। ছয়জন ব্যক্তির মধ্যে একজন বেঁচে গিয়েছেন, তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’
দেখুন ভিডিও