Haryana Road Accident: কুরুক্ষেত্রে সড়ক দুর্ঘটনায় ৫ যুবকের মৃত্যু, ৩ জন আহত

হরিয়ানার কুরুক্ষেত্রে সড়ক দুর্ঘটনায় মৃত্যু পাঁচ যুবকের। আরও দুই যুবক আহত হয়েছেন।

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

কুরুক্ষেত্র: হরিয়ানার কুরুক্ষেত্রে সড়ক দুর্ঘটনায় পাঁচ যুবকের মৃত্যু হয়েছে। আরও দুই যুবক আহত হয়েছেন, তাঁদের চিকিৎসা চলছে। জাইলো ও স্করপিও গাড়ির মধ্যে এই সংঘর্ষ ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করেছে।

তথ্য অনুযায়ী, কুরুক্ষেত্রের পেহোয়া মহকুমার টিকরি গ্রামের কাছে এই দুর্ঘটনাটি। নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা স্করপিওর সঙ্গে ধাক্কা লাগে জাইলো গাড়িটি। এতে ঘটনাস্থলেই ৫ যুবকের মৃত্যু হয় এবং ২ স্করপিও আরোহী গুরুতর আহত হন। আরও পড়ুন: Maharashtra : মহারাষ্ট্রের থানেতে গোডাউনে আগুন, দমকলের প্রচেষ্টায় নিয়ন্ত্রনে