Haryana Horror: চার সন্তানকে বিষাক্ত পদার্থ পান করালেন ঋণগ্রস্ত বাবা, মৃত তিন

ঋণগ্রস্ত বাবা তাঁর চার শিশু সন্তানকে বিষাক্ত পদার্থ পান করান। গুরুতর অবস্থায় তাদের পিজিআইতে ভর্তি করা হয়, সেখানে তিন শিশু মারা যায়।

Representational Image (Photo Credits: Pixabay)

হরিয়ানার কাবুলপুর গ্রামে মর্মান্তিক ঘটনা সামনে এল। ঋণগ্রস্ত বাবা তাঁর চার শিশু সন্তানকে বিষাক্ত পদার্থ পান করান। গুরুতর অবস্থায় তাদের পিজিআইতে ভর্তি করা হয়, সেখানে তিন শিশু মারা যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনার তদন্ত করছে। কাবুলপুর গ্রামের বাসিন্দা সুনীল কুমার কাঠমিস্ত্রির কাজ করেন। তিনি এবং তাঁর স্ত্রী ও চার সন্তান বসবাস করতেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মঙ্গলবার বিকেলে সুনীল তাঁদের চার শিশুকে বিষাক্ত পদার্থ খাইয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরিবারের অন্য সদস্যরা জানতে পেরে শিশুটিকে পিজিআই-তে নিয়ে যান। আরও পড়ুন: Uri Encounter: জম্মু ও কাশ্মীরের উরিতে ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম জঙ্গি

অভিযুক্তের স্ত্রীর বয়ানের ভিত্তিতে সুনীলের বিরুদ্ধে হত্যা ও খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। সুনীলের স্ত্রী জানান, ঋণের কারণে তার স্বামী সমস্যায় পড়েন। জবানবন্দিতে আট বছরের চিকিৎসাধীন মেয়েটি জানিয়েছে, তাঁর বাবা তাকে দাঁত পরিষ্কার করার পাউডার বলে একটি বিষাক্ত পদার্থ খাইয়েছিলেন।