Bengaluru: বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনা,পদ্ম তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু বাবা ও ছেলের

বেঙ্গালুরুতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। বাবা ও ছেলে একটি লেকে পদ্ম তুলতে গিয়েছিলেন।

Father and Son Drown While Plucking Lotuses From Lake

কর্ণাটক: বেঙ্গালুরুতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। বাবা ও ছেলে একটি লেকে পদ্ম তুলতে গিয়েছিলেন। ওই লেকে পদ্ম তোলার সময় বাবা ও ছেলে দুজনেই ডুবে মারা যান। পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরু গ্রামীণ জেলার ডোড্ডবল্লাপুর শহরের কাছে অবস্থিত ভুচানহালি হ্রদে পদ্ম তোলার সময় দুজনের মৃত্যু হয়। মৃতদের নাম পুত্ররাজু (৪২) এবং কেশব (১৪), তাঁরা ডোড্ডাবল্লাপুর শহরের শান্তিনগরের বাসিন্দা।পুলিশের বক্তব্য, বাবা ও ছেলে হ্রদটির গভীরতা না জেনেই জলে নেমে পড়েছিল, তার ফলেই এই বিপত্তি ঘটে। আরও পড়ুন : Kiren Rijiju: নিয়ন্ত্রণ হারিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর বাড়ির পাঁচিলে ধাক্কা গাড়ির, ভাঙল দেওয়াল 

দেখুন টুইট



@endif