Hyderabad: মহিলার পচাগলা দেহ উদ্ধার, একই বাড়িতে থেকেও মা ও ভাই মৃত্যু নিয়ে অবগত নন!
এক সপ্তাহ আগে মৃত্যু, দেহ আগলে রাখলো মা ও ভাই।
হায়দ্রাবাদ: প্রায় এক সপ্তাহ আগে মৃত্যু হয় ৪৫ বছর বয়সী মহিলার। মৃতদেহ (Dead Body) আগলে রাখলো পরিবারের দুই সদস্য। বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে দেখে কয়েকজন প্রতিবেশী বাড়ির বাইরে গিয়ে ডাকাডাকি করেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, এবং খাটের উপর মহিলার পচাগলা দেখতে পায়। মহিলার মা এবং তাঁর ভাইকেও ওই বাড়িতে থাকতে দেখা গিয়েছে, তবে তাঁরা পুলিশকে জানিয়েছেন, মৃত্যুর বিষয়ে তাঁরা অবগত ছিল না। আরও পড়ুন: Bengaluru Shocker: পাশবিক! মা-কে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ছেলের
পুলিশ প্রাথমিক ধারণা মহিলার মা ও ভাই মানসিকভাবে সুস্থ নয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্ত করা হয়েছে, এরপর পোস্টমর্টম রিপোর্ট এলে ঘটনার বিশদে তদন্ত করা হবে। একটি মামলা দায়ের করা হয়েছে।