Elon Musk Not To Join Twitter Board: টুইটারের বোর্ডে যোগ দিচ্ছেন না টেসলা সিইও এলন মাস্ক
টেসলা সিইও এলন মাস্ক (Tesla CEO Elon Musk) টুইটারের বোর্ডে (Twitter Board) যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ একথা জানালেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল (Twitter CEO Parag Agrawal)। পরাগ টুইটে লেখেন, "এলন আমাদের বোর্ডে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি এখানে একটি সংক্ষিপ্ত নোট পাঠিয়েছি, যা আপনাদের সঙ্গে শেয়ার করা হল।"
টেসলা সিইও এলন মাস্ক (Tesla CEO Elon Musk) টুইটারের বোর্ডে (Twitter Board) যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ একথা জানালেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল (Twitter CEO Parag Agrawal)। পরাগ টুইটে লেখেন, "এলন আমাদের বোর্ডে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি এখানে একটি সংক্ষিপ্ত নোট পাঠিয়েছি, যা আপনাদের সঙ্গে শেয়ার করা হল।"
সম্প্রতি টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিন নেন এলম মাস্ক। এলনই এখন টুইটারের বৃহত্তম শেয়ার হোল্ডার। সব মিলিয়ে ট্যুইটারে ৩ বিলিয়ন ডলারের শেয়ার কিনেছেন তিনি। সেই কারণেই মাস্ককে বোর্ড অফ ডিরেক্টরসের পদ দেওয়ার প্রস্তাব দেয় টুইটার। ঘোষণা সামনে আসতেই সোমবার মার্কিন বাজারে টুইটারের শেয়ারে বিপুল গতি দেখা যায়। ২৭ শতাংশ বৃদ্ধি হয়।
যদিও আজ পরাগ আগরওয়াল জানালেন, মাস্ক সংস্থার বোর্ডে যোগ দিচ্ছেন না।তবে, আগরওয়াল বলেছেন যে বোর্ডে যোগ দেওয়ার বিষয়ে এলন মস্কের সঙ্গে কম্পানি অনেক আলোচনা করেছে।