Sea Cucumber: সমুদ্র শসা চোরাচালানের দায়ে গ্রেফতার ৮ শ্রীলঙ্কান ও ৪ ভারতীয়
অবৈধভাবে ভারতীয় জলসীমা লঙ্ঘনের দায়ে ৮ শ্রীলঙ্কার নাগরিক এবং ৪ ভারতীয়কে গ্রেফতার করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।
নয়াদিল্লি: অবৈধভাবে ভারতীয় জলসীমা লঙ্ঘনের দায়ে ৮ শ্রীলঙ্কার নাগরিক এবং ৪ ভারতীয়কে গ্রেফতার করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। অভিযোগ, গতকাল মান্নার (Mannar) উপসাগরীয় অঞ্চলে চোরাচালানের চেষ্টা চালায় তারা। কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, গত ২৩ অক্টোবর ভোররাতের দিকে চোরাচালান চালানো দুই দলের মধ্যে ৩৩০ কেজি সমুদ্র শসা এবং ৫৯৪ কেজি কাঁচা হলুদ (Turmeric) হস্তান্তর হয়। এরপর তারা ধরা পড়ে। ওই সমস্ত সমুদ্র শসা (Sea Cucumber) ও হলুদ বাজেয়াপ্ত করা হয়েছে। খবরে প্রকাশ, আটক বন্দিদের এবং বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ মালপত্র শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
দেখুন