ED Summons Lalu Prasad Yadav: জমির বিনিময়ে চাকরি মামলায় ইডির সমন লালুকে, পুত্র তেজস্বীকেও ডাকল কেন্দ্রীয় সংস্থা

আগামী ২৯ জানুয়ারি লালু প্রসাদ যাদবকে ইডির পাটনার অফিসে হাজির হওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে লালু-পুত্র তেজস্বীকে ইডির অফিসে ৩০ জানুয়ারি হাজিরার কথা বলা হয়।

Lalu Prasad Yadav (Photo Credit: Wikipedia)

পাটনা, ১৯ জানুয়ারি:  বিহারের (Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ (Lalu Prasad Yadav) যাদবকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। লালু প্রসাদের পাশাপাশি আরজেডি প্রাধানের পুত্র তেজস্বী যাদবকেও (Tejashwi Yadav) সমন পাঠানো হয়।  জমির বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি মামলায় স্বপুত্র লালু প্রসাদ যাদবকে ইডির তরফে সমন পাঠানো হয়। শুক্রবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বাড়িতে হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। পাটনায় ইডির যে অফিস রয়েছে, সেখানে হাজির হলেই লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

আরও পড়ুন: Lalu Prasad Yadav: পশুখাদ্য মামলায় ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ লালু প্রসাদ যাদবের, সঙ্গে বিপুল জরিমানা

লালু যাদবের বাড়িতে ইডি আধিকারিকরা...

 

রিপোর্টে প্রকাশ, আগামী ২৯ জানুয়ারি লালু প্রসাদ যাদবকে ইডির পাটনার অফিসে হাজির হওয়ার কথা বলা হয়েছে।  অন্যদিকে লালু-পুত্র তেজস্বীকে ইডির অফিসে ৩০ জানুয়ারি হাজিরার কথা বলা হয়।

প্রসঙ্গত জমির বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি মামলায় এর আগেই স্বপুত্র লালু প্রসাদ যাদবকে ইডি সমন পাঠায়।  তবে আগেরবারও ইডির সমন পেয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজির হননি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু এবং তেদস্বী যাদব।