Amanatullah Khan: সাতসকালে আপ বিধায়কের বাড়িতে ইডির হানা, আমানাতুল্লাহকে গ্রেফতারির সম্ভাবনা
নিয়োগ দুর্নীতি ও আর্থিক তছরুপকাণ্ডে এবার আপ বিধায়কের বাড়িতে ইডির হানা। জানা যাচ্ছে ভোর ৭টার দিকে আমানাতুল্লাহ খানের বাড়িতে ইডি আধিকারিকরা আসে।
নিয়োগ দুর্নীতি ও আর্থিক তছরুপকাণ্ডে এবার আপ বিধায়কের বাড়িতে ইডির হানা। জানা যাচ্ছে ভোর ৭টার দিকে আমানাতুল্লাহ খানের (Amanatullah Khan) বাড়িতে ইডি আধিকারিকরা আসে। শুরু হয়েছে তল্লাশি অভিযান। আর এই তল্লাশি অভিযানের মধ্যেই গ্রেফতারির সম্ভবনা দেখছেন আপ নেতা। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন যে সে গ্রেফতার হতে পারেন। এর আগেও তাঁকে এই মামলায় সিবিআইয়ের জেরা ও তল্লাশির মুখে পড়তে হয়ছিল। তবে পরে সেই মামলা সিবিআইয়ের থেকে ইডির কাছে হস্তান্তর করা হয়। সূত্রের খবর, ইডি আধিকারিকরা আমানাতুল্লাহকে আগে একাধিকবার জেরার জন্য তলব করেছিল, কিন্তু প্রতিবারই চিঠি পাঠিয়ে হাজিরা এড়াচ্ছিলেন, তাই সোম সকালে তল্লাশি অভিযানে চলে গেল ইডি।
আমানাতুল্লাহ একটি ভিডিয়ো বার্তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন, যেখানে তিনি দাবি করেন, তাঁকে ভুয়ো কেসে ফাঁসানোর চেষ্টা করছে। তাঁকে সম্ভবত আজকেই গ্রেফতার করতে পারে ইডি আধিকারিকরা। তাঁর শ্বাশুড়ি ক্যানসারে আক্রান্ত, দিনচারেক আগে তাঁর অস্ত্রোপচার হয়েছে, সেই নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। ইডি আধিকারিকরা নোটিশ পাঠিয়েছিল, কিন্তু তিনি তাঁর জবাব দেননি বলে তাঁকে এভাবে হেনস্থা করছে ইডি। যদিও তাঁকে গ্রেফতার করলেও তিনি বাকিদের মতো বেরিয়ে আসবেন বলে আশাবাদী।