Jabalpur Shocker: শিক্ষিকাকে মদ ও সিগারেট খেতে বাধ্য করলেন মাতাল অধ্যক্ষ, মামলা দায়ের

জব্বলপুরের একটি স্কুলের মাতাল অধ্যক্ষ এক শিক্ষিকাকে মদ ও সিগারেট খেতে বাধ্য করলেন।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

রাজস্থান: জব্বলপুরের (Jabalpur) একটি স্কুলের মাতাল অধ্যক্ষ এক শিক্ষিকাকে মদ ও সিগারেট খেতে বাধ্য করলেন। ঘটনাটি ঘটেছে সালিওয়াড়ার একটি কনভেন্ট স্কুলে। অভিযোগ করা হয়েছে যে ভুক্তভোগী শিক্ষককে কাজের আলোচনার অজুহাতে তাঁকে অনত্র নিয়ে গিয়ে হয়রানি করা হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অতিরিক্ত এসপি সূর্যকান্ত শর্মা জানিয়েছেন যে খামারিয়া থানা অধ্যক্ষ ক্ষিতিজ জ্যাকবের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং অন্যান্য কর্মীদের বক্তব্য সংগ্রহ করছে।

শিক্ষিকার বক্তব্য অনুযায়ী, অধ্যক্ষ তাঁকে মদ ও সিগারেট খেতে বাধ্য করেন। প্রতিবাদ করলে তাঁকে মানসিক ও শারীরিক হয়রানির শিকার হতে হয়। অভিযোগে বলা হয়, অধ্যক্ষ তাঁকে কাজের কথা বলার ছলে ডুমনা রোডে নিয়ে যান এবং মদ্যপান ও ধূমপানের জন্য চাপ দেন। তিনি তা প্রত্যাখ্যানের পর, পরের দিন পুরো স্কুলের সামনে অপমান করা হয়, নতজানু করা হয় এবং মানসিকভাবে হেনস্থা করা হয়।



@endif