IPL Auction 2025 Live

Vistara: রানওয়েতে আচমকা ঢুকে পড়ল কুকুর, গোয়ায় অবতারণ বাতিল করে বিমান ঘুরিয়ে বেঙ্গালুরু ফিরল চালক

বিমানের অবতারণের মুহূর্তে রানওয়েতে একটি কুকুর ঢুকে পড়ে। বিমান ট্রাফিক কন্ট্রোলারের নজরে পড়তেই পাইলটকে অবগত করেন তিনি। পাইলটকে আকাশে কিছুক্ষণ অপেক্ষা করার পরামর্শ দেন ট্রাফিক কন্ট্রোলারে।

Vistara (Photo Credit: Wikipedia)

বেঙ্গালুরু, ১৪ নভেম্বরঃ বেঙ্গালুরু থেকে রওনা দিয়েছিল ভিস্তারা বিমান (Vistara Flight)। গন্তব্য ছিল গোয়া (Goa)। পৌঁছে গিয়েও গোয়ার ডাবোলিন বিমানবন্দরে অবতারণ না করে গতিপথ ঘুরিয়ে ফের বেঙ্গালুরু বিমানবন্দরে ফিরে এল বিমান। সোমবার বেলা ১২টা ৫৫ নাগাদ বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দেয় ভিস্তারা UK 881 বিমানটি। গোয়ায় অবতারণ না করে দুপুর ৩টে ৫ নাগাদ আবার বেঙ্গালুরুতেই ফিরে আসে বিমানটি।

জানা যাচ্ছে, বিমানের অবতারণের মুহূর্তে রানওয়েতে একটি কুকুর ঢুকে পড়ে। বিমান ট্রাফিক কন্ট্রোলারের নজরে পড়তেই পাইলটকে অবগত করেন তিনি। পাইলটকে আকাশে কিছুক্ষণ অপেক্ষা করার পরামর্শ দেন ট্রাফিক কন্ট্রোলারে। কিন্তু পাইলট গতিপথ বদলে পুনরায় বেঙ্গালুরু বিমানবন্দরে ফিরে যান।

আজ মঙ্গলবার ভিস্তারা কর্তৃপক্ষের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, রানওয়েতে পথকুকুর ঢুকে পড়ায় গোয়া বিমানবন্দরে অবতারণ না করে বেঙ্গালুরু বিমানবন্দরে পুনরায় ফিরে আসে বিমান। ঘণ্টা দুয়েকের মধ্যে ৪টা ৫৫ নাগাদ যাত্রী বোঝাই বিমান পুনরায় রওনা দেন গোয়ার উদ্দেশ্যে। ৬টা ১৫ নাদাগ ভিস্তারা বিমান পৌঁছয় গোয়া।