Ajit Pawar On Navi Mumbai International Airport: ২০২৪-এ সম্পূর্ণ হবে নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর, বললেন অজিত পাওয়ার
নভি মুম্বইতে তৈরি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর (Navi Mumbai International Airport)৷ আদানি গ্রুপের তত্ত্বাবধানে চলছে বিমানবন্দর তৈরির কাজ৷ আগামী ২০২৪-এর মধ্যে সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে এই আন্তর্জাতিক বিমানবন্দর৷
থানে, ১৭ সেপ্টেম্বর: নভি মুম্বইতে তৈরি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর (Navi Mumbai International Airport)৷ আদানি গ্রুপের তত্ত্বাবধানে চলছে বিমানবন্দর তৈরির কাজ৷ আগামী ২০২৪-এর মধ্যে সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে এই আন্তর্জাতিক বিমানবন্দর৷ একথা বলেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)৷ পানভেলে আদানি গ্রুপ এই বিমানবন্দর তৈরি করেছে৷ বৃহস্পতিবার এনিয়ে অজিত পাওয়ার সাংবাদিকদের বলেন, “এই বিমানবন্দর তৈরি করতে গিয়ে আদানি গ্রুপ যে কোনওরকম সমস্যার সম্মুখীন হয়েছে, তা অন্তত আমার নজরে পড়ছে না৷ বিমানবন্দরের কাজ শেষ করার জন্য ২০২৪ সালকে সময়সীমা হিসেবে বেঁধে দেওয়া হয়েছে৷ মাঝে মাঝেই গিয়ে দেখব কতটা কী কাজ হল৷” আরও পড়ুন-PM Modi Wishes All On Vishwakarma Puja: ‘দেবশিল্পীর কৃপা সর্বদা বজায় থাকুক’, বিশ্বকর্মাপুজোয় নমোর শুভেচ্ছা
মুম্বইয়ের বর্তমান ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৫ কিলোমিটার দূরে জাতীয় সড়কের গা ঘেঁষে সবুজের মাঝে পানভেলে গড়ে উঠছে এই নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর৷