Vistara: কলকাতাগামী ভিস্তারা রওনা দেওয়ার পরেই ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ, দিল্লি ফিরে গেল বিমান

১৬০ জন যাত্রী নিয়ে রওনা দেওয়ার কিছুক্ষনের মধ্যেই মাঝ আকাশে ভিস্তারার ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ অনুভব করেন চালক। যাত্রীদের জীবনের ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ চালক সিদ্ধান্ত নেন দিল্লি বিমানবন্দরে ফিরে যাবেন।

Vistara (Photo Credit: Wikipedia)

নয়া দিল্লি, ৮ জুলাইঃ দিল্লি (Delhi) থেকে বিমান রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ট্রুটি খেয়াল করলেন চালক। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি পথ ঘুরিয়ে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতারণ করানো হয় বিমানটির। শুক্রবার দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভিস্তারা UK707 বিমানটি (Vistara)। বিমানে ছিলেন মোট ১৬০ জন যাত্রী। রওনা দেওয়ার কিছুক্ষনের মধ্যেই মাঝ আকাশে ভিস্তারার (Vistara Flight) ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ অনুভব করেন চালক। এরপরেই উলটো পথে বিমানের জরুরি  অবতারণের সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ তেলঙ্গানার ভদ্রকালী মন্দিরে প্রধানমন্ত্রী, দেখুন ভিডিয়ো

ভিস্তারা বিমান সংস্থার মুখপাত্র তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ৭ জুলাই ২০২৩, দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে ভিস্তারা UK707 রওনা দিয়েছিল। কিন্তু খানিকক্ষণ পরেই ইঞ্জিনে কিছু গণ্ডগোল খেয়াল করেন চালক। যাত্রীদের জীবনের ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ চালক সিদ্ধান্ত নেন দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) ফিরে যাবেন। সুরক্ষিতভাবে ১৬০ জন যাত্রী নিয়ে বিমানটি দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) অবতারণ করে।

মাঝপথে বিমানের যান্ত্রিক ট্রুটির ফলে যাত্রীদের সমস্যায় পড়তে হয়। তাই দিল্লি বিমানবন্দরে বিমানটির জরুরি অবতারণের কিছুক্ষণের মধ্যেই ভিস্তারার ওই যাত্রীদের জন্যে অন্য বিমানের ব্যবস্থা করে দেওয়া হয় সংস্থার (Vistara Airlines) তরফে। যা যাত্রীদের সুরক্ষিতভাবে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) অবতারণ করিয়েছে। এমনটাই জানালেন মুখপাত্র।

বিবৃতিতে এও জানানো হয়েছে, নির্দিষ্ট বিমানটির পর্যবেক্ষণ করা হচ্ছে। ইঞ্জিনে কী সমস্যা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।