Air India: উড়ানের আগেই এয়ার ইন্ডিয়ায় যাত্রিক ত্রুটি, সান ফ্রান্সিসকোর পথে বাধা

সান ফ্রান্সিসকোর পথে বাঁধা। ভোগান্তিতে পড়েন বিমানের ২০০ জন যাত্রী।

Air India Flight (Photo Credits Wikimedia Commons)

নয়া দিল্লি, ১০ এপ্রিলঃ  উড়ানের আগেই এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India Flight) যাত্রিক ত্রুটি। সোমবার সকালে রাজধানী (Delhi) থেকে সান ফ্রান্সিসকোর (San Francisco) উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া বিমানটির। কিন্তু উড়ানের আগেই বিমানের মধ্যে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সান ফ্রান্সিসকোর পথে বাধা। ভোগান্তিতে পড়েন বিমানের ২০০ জন যাত্রী।

যাত্রীদের কথা মাথায় রেখে এয়ার ইন্ডিয়া নির্দিষ্ট বিমানটি পরিবর্তন করে অন্য বিমানে করে ২০০ জন যাত্রীকে নিয়ে রওনা দেয় সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে। যদিও এই বিষয়ে এয়ার ইন্ডিয়া বিমান কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।

কখনও মাঝ আকাশে তো আবার কখনও উড়ানের আগে, বিমানের যাত্রিক ত্রুটি হোক কিংবা বিমানের মধ্যে যাত্রীদের অশালীন আচরণ, বিমান কর্মীদের সঙ্গে অভব্য ব্যবহার। আকাশ পথের নিত্য নতুন খবর হামেশাই জায়গা করে নিচ্ছে সংবাদমাধ্যমের শিরোনামে।



@endif