Delhi Road Accident: দিল্লিতে ফের দুর্ঘটনার মুখে স্কুলবাস, আহত ৭ পড়ুয়া
মঙ্গলবার দুপুরে দক্ষিণ-পশ্চিম দিল্লির সদর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর ১টা নাগাদ দুর্ঘটনার বিষয়ে তাঁদের কাছে পিসিআরে ফোন আসে। আহত ৬-৭ জন স্কুল পড়ুয়াকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নয়া দিল্লি, ১৮ অক্টোবরঃ স্কুল বাসের সঙ্গে গাড়ির ধাক্কায় অন্ততপক্ষে ৬-৭ জন পড়ুয়া আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ-পশ্চিম দিল্লির সদর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর ১টা নাগাদ দুর্ঘটনার বিষয়ে তাঁদের কাছে পিসিআরে ফোন আসে। জানানো হয় স্কুল বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত ৬-৭ জন স্কুল পড়ুয়াকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্কুলবাস দুর্ঘটনার খবর পড়ুয়াদের বাড়িতে পৌঁছন মাত্রই দুশ্চিন্তায় ফেটে পড়ে পরিবার। স্কুলবাস চালকও ঘটনায় আহত হয়েছেন। বাস চালক বালবীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে যে গাড়ির সঙ্গে স্কুলবাসের দুর্ঘটনা ঘটে সেই গাড়ির চালক নিখোঁজ। তাঁর খোঁজ চলছে।
দিল্লি পুলিশ আরও জানান, আহত সকলেই প্রাথমিক চিকিৎসার পর সুস্থ। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। বড়সড় দুর্ঘটনা ঘটে যেতেই পারত। পুরো ঘটনার আইনি ব্যবস্থা নেওয়া হবে।