Fake Cancer Chemotherapy Drugs: ক্যানসার কেমোথেরাপির নকল ওষুধ সরবরাহের অভিযোগে গ্রেফতার ৭ জন
নকল ক্যানসার কেমোথেরাপির ওষুধের ব্যবসায় জড়িত সাত অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
নয়াদিল্লি: নকল ক্যানসার কেমোথেরাপির ওষুধের (Fake Cancer Chemotherapy Drugs) ব্যবসায় জড়িত সাত অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Delhi Police's Crime Branch)। গ্রেফতার হওয়া ৭ অভিযুক্তের মধ্যে দুই জন দিল্লির রোহিনীতে রাজীব গান্ধী হাসপাতালের কর্মচারী।
সূত্রে খবর, অভিযুক্তরা কেমোথেরাপিতে ব্যবহৃত ইনজেকশনের খালি শিশি সংগ্রহ করত, তারপর তাতে অন্য ওষুধ দিয়ে ভর্তি করে দিল্লি, হরিয়ানা এবং বিহার সহ অন্যান্য রাজ্যের ওষুধ বিক্রেতা এবং ক্যান্সার রোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সেগুলো কম দামে বিক্রি করত।
দেখুন