Delhi: স্বাধীনতা দিবসের কড়া পুলিশি টহলদারিতে গ্রেফতার এক চোরাচালানকারী, উদ্ধার ১৪৫ বস্তা অবৈধ মদ

এর আগে অভিযুক্তে নামে আরও একাধিক মামলা জমা পড়েছিল। ২৪টি ফৌজদারি মামলায় খোঁজ চলছিল ধৃত রাজেন্দের।

Delhi Man Arrested (Photo Credits: IANS)

নয়া দিল্লি, ১৩ অগাস্টঃ স্বাধীনতা দিবস (Independence Day 2023) উপলক্ষ্যে রাজধানী দিল্লিকে (Delhi) কড়া নিরাপত্তার মোড়কে ঢাকা হয়েছে। বেড়েছে পুলিশ টহলদারি। এরই মাঝে পুলিশের হাতে ধরা পড়ল মদ চোরাচালানকারী এক ব্যক্তি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ১৪৫ বস্তা অবৈধ মদ। ধৃতের নাম রাজেন্দর। এক পুলিশ কর্মকর্তা জানান, এর আগে অভিযুক্তে নামে আরও একাধিক মামলা জমা পড়েছিল। ২৪টি ফৌজদারি মামলায় খোঁজ চলছিল ধৃত রাজেন্দের।

আরও পড়ুনঃ স্বপ্নদীপের মৃত্যুকাণ্ডে গ্রেফতার আরও ২ বিশ্ববিদ্যালয় পড়ুয়া

ওই কর্মকর্তা আরও জানান, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় রাজধানীতে পুলিশি টহলদারি দ্বিগুণ করা হয়েছে। আর সেই কারণেই অবৈধ মদ চোরাচালানকারী রাজেন্দ্ররকে ধরা সহজ হয়েছে তাঁদের জন্যে। মাদিপুর এলাকায় একটি সন্দেহভাজন গাড়ি নজরে আসে পুলিশের। চেকিংয়ের সময়ে ওই গাড়ি থেকে ১৪৫ বস্তা অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার হয়েছে রাজেন্দের।