Delhi AIIMS: চলন্ত বিমানে নি:শ্বাস বন্ধ শিশুর, মাঝ আকাশে এমার্জেন্সি চিকিৎসায় জীবন বাঁচাল এইমসের চিকিৎসকরা

রবিবার বেঙ্গালুরু থেকে বিমান ছাড়ার কিছুক্ষণের মধ্যে হঠাৎই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে শিশুর। বিমান সেবিকা শিশুর শারীরিক পরিস্থিতির কথা ঘোষণা করতেই এগিয়ে আসেন উপস্থিত দিল্লি এইমসের পাঁচ চিকিৎসক।

Delhi AIIMS Doctors Save Two Year Child Life in MId Air (Photo Credits: X)

ঈশ্বর নিজে পৃথিবীতে না থাকলেও তাঁর অবতার হিসাবে চিকিৎসকদের পাঠিয়েছেন। ছোট থেকে মা ঠাকুমাদের মুখে শোনা সেই কথা আজ আবারও যেন সত্যি মনে হচ্ছে। মাঝ আকাশে অসুস্থ শিশুর প্রাণ বাঁচালো দিল্লি এইমস হাসপাতালের (Delhi AIIMS) চিকিৎসকরা। রবিবার বেঙ্গালুরু থেকে দিল্লিগামী ভিস্তারা বিমানে (Vistara Flight) আচমকাই শ্বাস নেওয়া বন্ধ করে দেয় ওই শিশু। মাঝ আকাশেই হাহাকার শুরু করে তার পরিবার। আশ্চর্যজনকভাবে ওই বিমানে যাত্রা করছিলেন দিল্লি এইমস হাসপাতালের পাঁচজন চিকিৎসক। তাঁদের সহায়তাতেই প্রাণ ফিরে পায় ২ বছরের অসুস্থ শিশু।

ইন্ট্রাকার্ডিয়াক অস্ত্রোপচার করিয়ে সন্তানকে নিয়ে ফিরছিল পরিবার। রবিবার বেঙ্গালুরু থেকে বিমান ছাড়ার কিছুক্ষণের মধ্যে হঠাৎই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে শিশুর। বিমান সেবিকা শিশুর শারীরিক পরিস্থিতির কথা ঘোষণা করতেই এগিয়ে আসেন উপস্থিত দিল্লি এইমসের পাঁচ চিকিৎসক (Delhi AIIMS)। শিশুটিকে পরীক্ষা করার সময়ে তাঁরা দেখেন, তার অঙ্গপ্রত্যঙ্গ ঠাণ্ডা হয়ে আসছে। শ্বাস চলছে না। পালস পাওয়া যাচ্ছে না। বিমানের মধ্যে সীমিত সমঞ্জাম দিয়েই তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করেন পাঁচ চিকিৎসকের ওই দল।

আইভি ক্যানুলা স্থাপন করা হয় তার দেহে। অরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে স্থাপন করা হয়েছে। টানা ৪৫ মিনিটের চেষ্টায় শ্বাস নেওয়া শুরু করে অসুস্থ শিশুটি। এরপর ভিস্তারা বিমানটি নাগপুরে অবতারণ করে। যেখানে শিশুটির অস্ত্রোপচার করা হয়েছিল। সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জনান, তার অবস্থা এখন স্থিতিশীল।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now