প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পাটনা: বিহারে এক দলিত মহিলাকে নগ্ন করে মারধর করার পর তাঁর উপর প্রসাব করার অভিযোগ উঠেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মহিলার ওপর অত্যাচারের ফলে তাঁর মাথায় আঘাত লেগেছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। দলিত মহিলার (Dalit Women) ওপর যে অভিযুক্তরা অত্যাচার করে তারা এখনও পলাতক।

পাটনার এসএসপি রাজীব মিশ্র বলেন, ‘আমাদের দল অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা করছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, ওই নারী ও তার স্বামী অভিযুক্তদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। তা নিয়ে ঝগড়া হয়, তা থেকে এই ঘটনায় পৌঁছে যায়। গত ২৩ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে অর্থ নিয়ে বিবাদ হয়, যার কারণে অভিযুক্ত মহিলাকে মারধর করেছে৷’

হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা মহিলার দাবি, সুদসহ ধার করা টাকা পরিশোধ করেও তাকে এই নির্যাতন সহ্য করতে হয়েছে। তিনি বলেন, ‘আমার স্বামী কয়েক মাস আগে প্রমোদ সিংয়ের কাছ থেকে ১৫০০০ টাকা ধার নিয়েছিলেন তারপর সুদের টাকা ফেরত দিয়েছিলেন। তবে তিনি আরও টাকা চাইতে থাকেন।’ আরও পড়ুন :  RBI Penalty On Banks: নিয়ম ভাঙার সাজা ! SBI-সহ একাধিক ব্যাঙ্ককে মোটা টাকা জরিমানা আরবিআইয়ের

মহিলা তাঁর অভিযোগে বিস্তারিত জানিয়েছেন যে, গত শনিবার রাত ১০ টা নাগাদ তিনি পাম্প থেকে জল সংগ্রহ করতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। তিনি বলেন, ‘প্রায় ছয়জন লোক আমাকে ধরে জোর করে উলঙ্গ করে এবং নির্মমভাবে নির্যাতন করে। আততায়ীদের একজন জোর করে আমার মুখে প্রস্রাব ঢেলে দেয়। তারা আমাকে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে, যার ফলে মাথায় আঘাত লাগে। আমি কোনোভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে থানায় পৌঁছেছি।

বিজেপি মুখপাত্র যোগেন্দ্র পাসোয়ান ঘটনার নিন্দা করেছেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সমালোচনা করেছেন।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Heatwave In India: তীব্র গরমে ফুটছে ভারতের একাধিক রাজ্য, তাপপ্রবাহের জেরে দেশ জুড়ে ৫৪ জনের মৃত্যু

Odisha: তীব্র তাপপ্রবাহের জেরে বাড়ছে হটস্ট্রোক, ওড়িশায় গরমের বলি ১০

Heat Wave In Bihar:বিহারের হাসপাতালে মৃত্যু মিছিল! তীব্র গরমের জেরে মাত্র ২ ঘণ্টায় মৃত ১৬ জন

Heatwave In Delhi: দিল্লির ৫২ ডিগ্রিতে পাখা, এয়ার কুলার ছাড়া বদ্ধ ঘরে বাস, ১০৭ ডিগ্রি জ্বরে মৃত্যু ব্যক্তির শ্রমিকের

Lok Sabha Elections 2024: সকাল ৯টা পর্যন্ত ভোট শতাংশের নিরিখে এগিয়ে বাংলা! পিছিয়ে ওড়িশা

Bihar: বোধগয়ায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, অংশ নিলেন দেশ -বিদেশের ভক্তরা(দেখুন ভিডিও)

Bihar: পুলিশ হেফাজতে স্বামী এবং নাবালিকা স্ত্রীকে পিটিয়ে খুন! থানা ঘেরাও করে আগুন জ্বালালেন ক্ষিপ্ত গ্রামবাসী

Loksabha Election 2024: 'এবার তৈরি হবে সীতা মন্দির', লোকসভা ভোটের প্রচারে সীতামারিতে গিয়ে বললেন অমিত শাহ