IPL Auction 2025 Live

Cyber Hacking: নয়ডার ব্যঙ্ক থেকে ১৬ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার হ্যাকার

ব্যঙ্ক ম্যানেজারের লগইন পাসওয়ার্ড ব্যবহার করে ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত প্রায় ১৬.৫০ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে।

Hacker (Photo Credit: IANS)

নয়াদিল্লি: সাইবার জালিয়াতির (Cyber Hacking) ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নয়ডায় একটি বিখ্যাত ব্যাঙ্কের RTGS চ্যানেল হ্যাক করে প্রায় ১৬.৫০ কোটি টাকা লুঠ করেছে সাইবার হ্যাকার। ব্যাঙ্কটি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে নয়ডার ৬২ নম্বর সেক্টরের। হ্যাকার ব্যাঙ্কের আরটিজিএস চ্যানেল হ্যাক করে ম্যানেজারের পাসওয়ার্ড হ্যাক করে, এর পরে ব্যাঙ্ক থেকে ৮৯টি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬.৫০ কোটি টাকা স্থানান্তর করে। বেশ কয়েকদিন ধরে ব্যাংকের ব্যালেন্স শিট ঠিকমতো না মেলায় এ প্রতারণা প্রকাশ্যে আসে। এর পরে, ব্যাঙ্কের আইটি ম্যানেজার সুমিত শ্রীবাস্তব নয়ডার সাইবার ক্রাইম থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে তথ্য দিতে গিয়ে সাইবার ক্রাইমের এসিপি বিবেক রঞ্জন রাই বলেন, সাইবার থানায় একটি মামলা করেছেন নৈনিতাল ব্যাঙ্কের আইটি ম্যানেজার। হ্যাকার ম্যানেজারের লগইন পাসওয়ার্ড ব্যবহার করে ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত প্রায় ১৬.৫০ কোটি টাকা স্থানান্তর করে নিয়েছে।