India-Bangladesh Border: সীমান্তে কড়া নিরাপত্তা, বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মানবিকতার ছোঁয়া
বাংলাদেশের গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য ভারতে আসতে সাহায্যের হাত নিরাপত্তাবাহিনীর।
কলকাতা: উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সীমান্তে মানবিকতার ছোঁয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আরও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ (Bangladesh)। বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে। শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়ে আপাতত দিল্লিতে রয়েছেন। উত্তপ্ত পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করেছে ভারত সরকার। বন্ধ রয়েছে ভারত-বাংলাদেশের ট্রেন ও বিমান চলাচল।
বাংলাদেশ থেকে চিকিৎসা ও নিজেদের কাজে ভারতে আসা মানুষ আটকে পড়েছেন। দুই দেশের সমস্ত যান চলাচল বন্ধ থাকাই নিজের দেশে ফিরতে পারছেন না তাঁরা। প্রচুর মানুষ সকাল থেকেই নিজের দেশে যাওয়ার জন্য চেকপোষ্টে উপস্থিত হয়েছেন, দ্রুত দেশে ফিরতে চাইছেন তাঁরা। ভারতে বাংলাদেশের অবস্থা নিয়ে দফায় দফায় বৈঠক চলছে। তবে এসবের মধ্যে ভারত-বাংলাদেশের সীমান্ত পেট্রাপোলে মানবিকতার দৃশ্য দেখা গিয়েছে। পেট্রাপোলে দেখা গিয়েছে, বাংলাদেশ থেকে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য ভারতে আসতে সাহায্য করছে নিরাপত্তাবাহিনী।
দেখুন ভিডিও
ভারত-বাংলাদেশের সমস্ত সীমান্ত জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রেল স্টেশন সংলগ্ন এলাকায় অস্থায়ী তাবু টাঙ্গিয়ে মোতায়েন রয়েছে ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা। বন্ধ রয়েছে ভারত-বাংলাদেশের আমদানী রফতানির ব্যাণিজ্য।