Covid 19 Scare: আমেরিকা ফেরত মহিলার দেহে কোভিড সংক্রমণ 

আমেরিকা থেকে দেশে ফিরেছিলেন এক মহিলা। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরে বাবা মাকে দেখতে দেশে এসেছিলেন ওই মহিলা। আমেরিকাবাসী মহিলার কোভিড রিপোর্ট পজিটিজ আসায় নমুনা সংগ্রহ করে পাঠানো হবে জিনোম সিকোয়েন্সের জন্যে (Covid 19 Scare)।

২৩ ডিসেম্বর আমেরিকা থেকে নয়া দিল্লি (New Delhi) নামেন ওই মার্কিনবাসী। এরপর আগ্রা হয়ে মধ্যপ্রদেশের জবলপুরে পৌঁছান তিনি। বাব মাকে দেখতে আমেরিকা থেকে দেশে ফিরেছিলেন। দেশে ফিরে দিন কয়েক ধরেই সর্দি কাশিতে ভুগছিলেন তিনি। এরপর করোনা পরীক্ষা (Covid Test) করাতেই রিপোর্ট পজিটিভ আসে, মধ্যপ্রদেশের এক স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, মহিলার স্বামী, মেয়ে এবং পরিবারের বাকি সদস্য যারা ওই মহিলার সংস্পর্শে এসেছিলেন প্রত্যেকের কোভিড পরীক্ষা করা হবে। সকল দেশবাসীর উদ্দেশ্যে তিনি আর্জি জানিয়েছেন, করোনা বিধিনিষেধ যথাযথ ভাবে মেনে চলার।