Covid-19 Outbreak in India: মাথাচাড়া দিচ্ছে করোনা, উচ্চ-পর্যায়ের বৈঠকের আয়োজন প্রধানমন্ত্রীর 

Narendra Modi (Photo Credits: Wikimedia Commons)

বিভিন্ন দেশে করোনা ভাইরাসের (Corona Virus) সংক্রমণ আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। সংক্রমিত হচ্ছে বহু মানুষ। সেই সঙ্গে বাড়ছে কোভিডে মৃত্যু হারও। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই তৎপর হতে চাইছে কেন্দ্র। দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করার জন্যে বৃহস্পতিবার দুপুরে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

দেখুনঃ

 

গতকালই স্বাস্থ্য মন্ত্রকদের নিয়ে নীতি আয়োগের (NITI Aayog) একটি বৈঠক বসেছিল। যেখানে, দেশে করোনা বিধিনিষেধের উপর কেন্দ্রকে আরও জোর দিতে বলা হয়েছে। নীতি আয়োগের এক স্বাস্থ্যমন্ত্রী বৈঠক শেষে জনসাধারণের উদ্দেশ্যে বলেন, কোভিড (Covid 19) মহামারী এখনও শেষ হয়নি। তাই ঘর হোক কিংবা বাইরে মাস্ক পড়তে হবে সব সময়ে। এছাড়াও দেশের জনসাধারণকে আরও সচেতন হয়ে বুস্টার ডোজ নেওয়ার জন্যে অনুরোধ করেছেন।