Covid 19 India: কমল সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ১০,১১২
এই মুহূর্তে ভারতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়ে ৬৭ হাজার, ৮০৬। দৈনিক সংক্রমিতের সংখ্যা ওঠা নামা করলেও সক্রিয় রোগীর সংখ্যা দিনে দিনে ক্রমেই বেড়েই চলেছে।
নয়া দিল্লি, ২৩ এপ্রিলঃ আবার বেশ কিছুটা নিম্নমুখী দেশের করোনা সংক্রমণ (Covid 19 India)। বিগত ১ সপ্তাহ ধরেই দেশে দৈনিক কোভিড (Covd 19) সংক্রমিতের সংখ্যা ওঠা নামা করছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা ১০,০০০ এর সামান্য বেশি।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় ভারতে (Covid 19 India) নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১১২ জন। যা আগের দিনের তুলনায় বেশ কিছুটা কম। শনিবার সেই সংখ্যাটি ১২ হাজার ছাড়িয়েছিল। এই মুহূর্তে ভারতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়ে ৬৭ হাজার, ৮০৬। দৈনিক সংক্রমিতের সংখ্যা ওঠা নামা করলেও সক্রিয় রোগীর সংখ্যা দিনে দিনে ক্রমেই বেড়েই চলেছে।
সংক্রামিতের পাশাপাশি করোনা থেকে সুস্থতার হারও বেড়েছে অনেকখানি। গত ২৪ ঘণ্টায় দেশের কোভিড আক্রান্ত হয়েছে ১০,১১২। এবং করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯,৮৩৩। এখনও অবধি ভারতে কোভিড সুস্থতার হার বেশ ঊর্ধ্বমুখী।