Covid 19: আবারও দেশে আক্রান্ত ১০ হাজার ছাড়াল, করোনায় মৃত্যু ২৩ জনের

শনিবারের তুলনায় রবিবারের সংক্রমণ নামমাত্র কম। কিন্তু সংখ্যাটা ১০ হাজারের উপরে।

Covid 19 in India (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ১৬ এপ্রিলঃ করোনার সংক্রমণ নিয়ে উদ্বেগ যেন কিছুতেই কমছে না। যে হারে লাফিয়ে কোভিড (Covid 19) সংক্রমণ বাড়ছে তা নিয়ে এখন থেকেই পরিস্থিতি সামাল না দিতে পারলে আবারও ঝড় তুলবে করোনা মহামারি। শনিবারের তুলনায় রবিবারের সংক্রমণ নামমাত্র কম। কিন্তু সংখ্যাটা ১০ হাজারের উপরে।

রবিবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ১০,০৯৩ জন। শনিবার সেই সংখ্যাটা ছিল ১১ হাজারের কাছাকাছি। একদিনে সংক্রমণ সামান্য কমলেও বিশেষজ্ঞ মহলে করোনা নিয়ে চিন্তার ছাপ থেকেই যাচ্ছে। রবিবার নিয়ে টানা চার দিন দৈনিক কোভিড সংক্রমণ ১০ হাজারের বেশি। দেশে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৫৭,৫৪২। সংখ্যাটা নেহাত কম নয়।

গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২৩ জনের। যা মিলিয়ে দেশে কোভিডে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়ে ৫,৩১,১১৪।