Coromandel Express Accident: দুর্ঘটনায় আহতদের রক্ত দিয়ে সাহায্য করতে বালেশ্বর হাসপাতালে ভিড় জমেছে স্থানীদের

অবধি মৃত্যু হয়েছে ২৩৩ জনের। জখম হয়েছেন ৯০০ জন। বালেশ্বর হাসপাতালে কাতারে কাতারে রক্তাক্ত যাত্রীদের নিয়ে আসা হয়েছে।

Coromandel Express Accident (Photo Credits: ANI)

বালেশ্বর, ৩ জুনঃ ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে করমন্ডল এক্সপ্রস (Coromandel Express Accident)। মালগাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে একেবারে লাইনচ্যুত শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেস (Shalimar Chennai Coromandel Express Accident)। দুর্ঘটনার ভয়াবহতা সাংঘাতিক। এখনও অবধি মৃত্যু হয়েছে ২৩৩ জনের। জখম হয়েছেন ৯০০ জন। বালেশ্বর হাসপাতালে কাতারে কাতারে রক্তাক্ত যাত্রীদের নিয়ে আসা হয়েছে। আহতদের চিকিৎসায় রক্ত দিয়ে সাহায্য করতে এগিয়ে আসছেন স্থানীয়রা।

দেখুন হাসপাতালের সেই চিত্র...

ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।

ওডিশার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার জেরে বাতিল হল দেশের ১৯তম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন (Vande Bharat Express)। আজ, শনিবার উদ্বোধন হওয়ার কথা ছিল গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের। কিন্তু ভয়বাহ ট্রেন দুর্ঘটনার শোকের কারণে গোয়ার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার দিন পিছিয়ে দেওয়া হল।