Pune Car Accident Case: প্রমান নষ্টের অভিযোগ কিশোরের বিরুদ্ধে তুলল খোদ পুলিশ, চার্জশিট পেশ করল পুলিশ

পোর্শে গাড়ি দুর্ঘটনা মামলায় এবার অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে নয়া অভিযোগ তুলল পুনে পুলিশ। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে সাপ্লিমেন্টারি ফাইনাল রিপোর্ট পেশ করল আদালতে।

পোর্শে গাড়ি (Porsche Car) দুর্ঘটনা মামলায় এবার অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে নয়া অভিযোগ তুলল পুনে পুলিশ। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে  সাপ্লিমেন্টারি ফাইনাল রিপোর্ট পেশ করল আদালতে। সেখানে আরও একটি নয়া অভিযোগ যোগ হল নাবালকের বিরুদ্ধে। জানা যাচ্ছে, ঘটনার পর প্রমাণ নষ্ট করতে চেয়েছিল বছর ১৭-এর অভিযুক্ত। ফলে তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ নষ্ট ও জালিয়াতির ধারা যোগ করা হয়েছে। ফলে ভারতীয় দণ্ডবিধি ৩০৪ ধারা চার্জশিটে যুক্ত করেছে পুনে পুলিশ। বর্তমানে ওই কিশোরকে হাইকোর্টের নির্দেশে গৃহবন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে অভিযুক্তের বাবা-মা, দাদু সহ ৭ জনকে জেল হেফাজতে রাখা হয়েছে। তাঁদের মধ্যে দুই চিকিৎসক এবং দুই মধ্যস্থতাকারী ব্যক্তি রয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ মে রাতে রাতে কল্যাণী নগর এলাকায় দ্রুত গতিতে বিলাসবহুল পোর্সে গাড়ি চালিয়ে দুই বাইক আরোহীকে পিষে মেরেছিল অভিযুক্ত কিশোর। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ওই কিশোরকে গাড়ি থেকে বের করে মারধর করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে। জানা যায়, ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল সে। তারপরেও স্থানীয় থানার পুলিশ অভিযুক্তকে একটি দুর্ঘটনা সংক্রান্ত রচনা লিখিয়ে ছেড়ে দেয়। এমনকী এই ঘটনা পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল বলেও জানা যায়।

পরবর্তীকালে রাজ্যবাসীদের প্রতিবাদের চাপে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এবং তদন্তে জানা যায়. অভিযুক্ত কিশোরের বাবা এলাকার যথেষ্ট প্রভাবশালী এক ব্যক্তি। সেই কারণেই পুলিশ এই কেসটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। পরে পুলিশের বিরুদ্ধেও মামলা রুজু হয়। শেষমেশ এই অভিযোগে আদালতের নির্দেশে কিশোরের পরিবারের সদস্যদের গ্রেফতার করা হয়।