WB Panchyata Elections 2023: পঞ্চায়েত নির্বাচনের ডিউটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষকদের নিয়োগ নিয়ে বিতর্ক

এপ্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী দাবি করেন, এটাই প্রথম নয় এল আগেও পশ্চিবঙ্গে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাইল ফটো (Photo Credits: PTI)

 

কলকাতা: পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (WB Panchyata Elections 2023) ডিউটিতে সরকারি চিকিৎকদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল হাওড়া জেলা প্রশাসন। এরপরই এই বিষয়টি নিয়ে বিতর্ক দেখা হয়। এবার নতুন করে বিতর্ক দেখা দিল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষকদের (differently-abled teachers ) পঞ্চায়েত ভোটের নির্বাচনে কাজে (assigning poll duties) লাগানোর সিদ্ধান্তে। রাজ্য সরকারি স্কুলগুলিতে কর্মরত এই শিক্ষক-শিক্ষকাদেরই নির্বাচনে দায়িত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

অভিযোগ, যে সমস্ত শিক্ষকরা হুইল চেয়ারে জীবনধারণ করা শিক্ষক-শিক্ষিকাদেরও এই নির্বাচন প্রক্রিয় অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে তাঁরা যেন নির্বাচনের প্রস্তুতির জন্য প্রশিক্ষণ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এপ্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী দাবি করেন, এটাই প্রথম নয় এল আগেও পশ্চিবঙ্গে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাঁর কথায়, ২০২৯ সালে লোকসভা নির্বাচন ও ২০২১ লোকসভা নির্বাচন ও ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষক-শিক্ষিকা নতুন একটি আবেদন করে শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে নির্বাচন সংক্রন্ন ডিউতে যোগ না নেওয়ার আর্জি জানান।

তাঁর কথায়, ২০২৯ সালে লোকসভা নির্বাচন ও ২০২১ লোকসভা নির্বাচন ও ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষক-শিক্ষিতা নতুন একটি আবেদন করে শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে নির্বাচন সংক্রন্ন ডিউতে যোগ নেওয়ার আর্জি জানান। আরও পড়ুন:  Karnataka: গুজব খবর রুখতে প্রতিটি থানাতে সাইবার উইং খোলার প্রস্তুতি কর্ণাটক সরকারের