Murder Caught on Camera in Punjab: পাঞ্জাবে প্রকাশ্যে খুন কংগ্রেস ব্লক সভাপতি, দুষ্কৃতীরা তাঁর বাড়িতে ঢুকে গুলি করে

দুষ্কৃতীরা কংগ্রেস নেতা বলজিন্দর সিং বাল্লির বাড়িতে ঢুকে গুলি করে। তিন রাউন্ড গুলি ছুড়ে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Congress Block President in Moga Shot Dead

নয়াদিল্লি: পাঞ্জাবের মোগায় দিবালোকে খুন হলেন কংগ্রেসের ব্লক সভাপতি। দুষ্কৃতীরা কংগ্রেস নেতা বলজিন্দর সিং-এর বাড়িতে ঢুকে গুলি করে। তিন রাউন্ড গুলি ছুড়ে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা বলজিন্দর সিংকে দ্রুত হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসা শুরু হওয়ার আগেই তিনি মারা যান।

পুলিশ এই ঘটনার পর পুরো গ্রাম সিল করে দিয়েছে। গ্রামে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ক্যামেরা স্ক্যান করে হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে।

সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ কংগ্রেসের অজিতওয়াল ব্লকের সভাপতি ও ডালা গ্রামের নম্বরদার বলজিন্দর সিং বাড়িতে নাপিত দিয়ে চুল কাটাচ্ছিলেন। এসময় একটি পালসার মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতী আসে। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে বলজিন্দরকে তিনবার গুলি করে।

দেখুন 

পরিবারের লোকজন কিছু বুঝে ওঠার আগেই ওই মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত করছে।



@endif