Jharkhand Road Accident: পুলিশের বাসের ধাক্কায় নিহত নবম শ্রেণির ছাত্রী, আহত আরও দু'জন ছাত্র

আজ সকাল ৮টা নাগাদ দেওঘর জেলার ডিএভি স্কুলের কাছে দুর্ঘটনাটি ঘটে।

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

দেওঘর: ঝাড়খণ্ডের দেওঘর জেলায় (Deoghar District) পথ দুর্ঘটনায় (Road Accident) নবম শ্রেণির এক ছাত্রী নিহত (Killed) হয়েছে, এবং আরও দুই ছাত্র আহত (Injured) হয়েছে। পুলিশ সূত্রে খবর, আজ সকাল ৮টা নাগাদ ডিএভি স্কুলের কাছে দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: Uttarakhand Violence: সাম্প্রদায়িক হিংসার আগুন উত্তরাখণ্ডে, আহতের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী ধামির

দেওঘরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, এক ব্যক্তি তাঁর দুই চাকার গাড়িতে করে তিনজন ছাত্রকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন সে সময় দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে পুলিশ বাসটি ভাঙচুর করে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জও করে বলে অভিযোগ।



@endif